Wellcome to National Portal
Main Comtent Skiped

Title

Details
অতিরিক্ত গরমে গরু পালনে করণীয় :
১. পর্যাপ্ত প্রবাহমান বাতাস তাপমাত্রা নিয়ন্ত্রণে সবচে কার্যকর ভূমিকা পালন করে। তাই গরুর শেডে পর্যাপ্ত বাতাসের প্রবাহ নিশ্চিত করুন। বৈদ্যতিক ফ্যান এর ব্যবস্থা করুন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা না থাকলে প্রাকৃতিক বাতাস প্রবাহের ব্যবস্থা রাখুন। 
 ২. পানি প্রাণীর শরীরের তাপ নিমন্ত্রনে এবং তাপের ভারসাম্য রক্ষায় সবচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরুকে পর্যাপ্ত পানি পান করতে দিন। পানি দিয়ে বারবার শরীর ভিজায় দিন। বিশেষ করে পা, পা এর উপরের অংশ ভিজায় রাখলে তাপ নিয়ন্ত্রণ সহজ হয়। চটের বস্তা বা মোটা কম্বলের কাপড় ভিজায়ে গরুর শরীরে পেঁচিয়ে দিন। 
৩. হিট স্ট্রেসের লক্ষণ দেখা দিলে দানাদার খাবার কমিয়ে দিন এবং ঘাসের পরিমান বৃদ্ধি করুন। দানাদার খাবার হজমে গরুর শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। বিশেষ করে তেলবীজের খৈল জাতীয় খাবারের পরিমান সীমিত রাখুন। 
৪. রোদের মধ্যে গরুর চলাফেরা সীমিত রাখুন এবং জরুরি দরকার ছাড়া রোদে বের করবেন না। 
৫. শেডের ভিতর থেকে গরম বাতাস বের করে দেয়ার জন্য এগজস্ট ফ্যান ব্যবহার করে ভিতরের তাপ নিয়ন্ত্রণ করা যেতে পারে।


যোগাযোগের জন্য কল করুন

ডাঃ মোঃ একরামুল হক মন্ডল

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল

পীরগাছা, রংপুর

মোবাইল -০১৭২১-৭২০৩৮০

Attachments
Publish Date
11/05/2025
Archieve Date
31/08/2025